নতুন বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে প্রবাসী ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে এ আহ্বান জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, সম্মানিত প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা—আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসন্ন নির্বাচনে আগামী ২৫ জানুয়ারির মধ্যে আপনারা যেন অবশ্যই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। ইনশাআল্লাহ, এই নির্বাচনের মাধ্যমে আপনারা দেশের ভবিষ্যৎ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তিনি বলেন, একটি ইতিবাচক ও কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য প্রবাসী ভোটারদের পক্ষ থেকে দুটি অত্যন্ত মূল্যবান ভোট প্রত্যাশিত।
তিনি ব্যাখ্যা করে বলেন, প্রথম ভোটটি হচ্ছে গত ৫৪ বছরে গড়ে ওঠা একটি ঘুণে ধরা শাসনব্যবস্থা, দুর্নীতি ও দুঃশাসনে নিমজ্জিত রাষ্ট্রব্যবস্থার সংস্কারের লক্ষ্যে একটি গণভোট। যারা প্রকৃত সংস্কার ও পরিবর্তন চান, তারা যেন এই গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করেন। দ্বিতীয় ভোটটি হলো ন্যায় ও ইনসাফভিত্তিক, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত, জনআকাঙ্ক্ষা-নির্ভর একটি নতুন বাংলাদেশ গড়ার পক্ষে ভোট।
ডা. শফিকুর রহমান আরও বলেন, যাদের সঙ্গে দুর্নীতি ও দুঃশাসনের কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে, তাদের প্রত্যাখ্যান করতে হবে। একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব নির্বাচন করা জরুরি।
তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকেরই জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার রয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে খুব বেশি দূরে তাকানোর প্রয়োজন নেই; ২০২৪ সালের জুলাই-পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড ও বাস্তবতা পর্যালোচনা করলেই ভোটের সিদ্ধান্ত গ্রহণ প্রবাসী ভোটারদের জন্য সহজ হয়ে যাবে। তিনি বলেন, নিজের বিবেক ও বিচার-বুদ্ধি দিয়ে পছন্দের প্রার্থী ও প্রতীক বেছে নেওয়ার অধিকার সম্পূর্ণভাবে ভোটারের।
পোস্টের শেষাংশে জামায়াত আমির বলেন, মনে রাখতে হবে—ভোট শুধু একটি সাংবিধানিক অধিকার নয়; বরং দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য এটি এক ধরনের পবিত্র দায়িত্ব। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।






























