ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণা শুরু

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণা শুরু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৩৯, ২২ জানুয়ারি ২০২৬

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর পুলিশ প্লাজা এলাকা থেকে এই প্রচারাভিযানের সূচনা করা হয়।

এ সময় বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি দেখা যায়।

প্রচারণা কর্মসূচিতে ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা মো. আবুল কাশেম, আহ্বায়ক ইথুন বাবু এবং যুগ্ম-আহ্বায়ক রিজিয়া পারভীন উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে আরও অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া প্রচারণায় উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রফিক, খালেদ এনাম মুন্না, সাজ্জাদ পলাশ, ড. শাহরিয়া সামাদ, মৌসুমী চৌধুরী, আকলিমা মুক্তা, এস এম বি হৃপন, রুবাবা তারেক, নাজনীন আকবর হক, আতিকা ইসলাম, শারার কাশফি, কাজী সাজেদুর রহমান, আমিরুল ইসলাম জনি, জ্যেষ্ঠ সাংবাদিক মির্জা সমাট রেজা, রোকনুজ্জামান দিপু, বদিউজ্জামান টুটুল, শামীমা আক্তার রুবি, নাহিদ চৌধুরী রানা,

জান্নাতুল ফেরদৌস, পরান আহসান, আব্দুর রউফ, মালেক মুন্সী, অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিজান, হোসনে আয়ারা মায়া, দিদারুল আলম দিদার, মো. আবুল খায়ের, শরীফুল ইসলাম সুজন, প্রমা আজিজ, ওয়াসিম কবির (গামছা পলাশ), মনোয়ার হোসেন ভুইঁয়া শাওন, মো. দেলোয়ার হোসেন দ্বীপ, আবির খান, হাসানুজ্জামান হাসান ও মো. ফরিদ।

প্রচারাভিযান চলাকালে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় বক্তারা তারেক রহমানকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ঢাকা-১৭ আসনসহ সংশ্লিষ্ট এলাকায় ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement