রবি এলিট ও অ্যাম্বুফাস্টের চুক্তি : জরুরি সেবায় বিশেষ সুবিধা

Published : ০৪:৩১, ১ অক্টোবর ২০২৫
বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর রবি আজিয়াটা লিমিটেড তাদের প্রিমিয়াম গ্রাহক প্রোগ্রাম রবি এলিট সদস্যদের জন্য জরুরি চিকিৎসা সহায়তা আরও সহজ ও দ্রুতলভ্য করতে দেশের অন্যতম নির্ভরযোগ্য অ্যাম্বুলেন্স সেবা প্রদানকারী প্ল্যাটফর্ম অ্যাম্বুফাস্ট-এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে।
এই অংশীদারিত্বের মাধ্যমে রবি এলিট গ্রাহকেরা এখন থেকে জরুরি মুহূর্তে অ্যাম্বুফাস্টের আধুনিক ও মানসম্পন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা বিশেষ ছাড়ে গ্রহণ করতে পারবেন। এর ফলে জরুরি স্বাস্থ্যসেবা শুধু সাশ্রয়ী হবে না, বরং জীবন রক্ষাকারী মুহূর্তগুলোতে মূল্যবান সময়ও বাঁচবে।
চুক্তির অধীনে, রবি এলিট গ্রাহকেরা রবি প্ল্যাটফর্ম কিংবা অ্যাম্বুফাস্টের ডেডিকেটেড চ্যানেলের মাধ্যমে সারা দেশে ২৪/৭ অ্যাম্বুলেন্স সেবা বুকিং করতে পারবেন।
সম্প্রতি রাজধানীর রবি কর্পোরেট অফিসে আয়োজিত এক সাইনিং সেরেমনিতে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রবি প্রতিনিধিরা বলেন,“রবি শুধুমাত্র একটি টেলিকম কোম্পানি নয়, মানুষের জীবনের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। জরুরি অবস্থায় সঠিক সময়ে চিকিৎসা সহায়তা নিশ্চিত করা অপরিহার্য। অ্যাম্বুফাস্টের সাথে এই সহযোগিতা আমাদের গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য ও সাশ্রয়ী সমাধান এনে দেবে।”
অ্যাম্বুফাস্ট-এর পক্ষ থেকে জানানো হয়, “রবি এলিট-এর সাথে এই সহযোগিতা আমাদের সেবাকে লক্ষ লক্ষ মানুষের কাছে আরও দ্রুত পৌঁছে দেবে। এটি কেবল একটি ব্যবসায়িক চুক্তি নয়, বরং জরুরি চিকিৎসা ব্যবস্থাকে আরও সুসংগঠিত করার যৌথ উদ্যোগ।”
বক্তারা আরও জানান, এ উদ্যোগ দেশের জরুরি স্বাস্থ্যসেবায় একটি ইতিবাচক প্রভাব ফেলবে, বিশেষ করে শহরের বাইরে বা প্রত্যন্ত অঞ্চলে অ্যাম্বুলেন্স সেবার প্রাপ্যতা নিশ্চিত করতে সহায়ক হবে।
উল্লেখ্য, রবি এলিট হলো রবি আজিয়াটা লিমিটেডের প্রিমিয়াম গ্রাহক প্রোগ্রাম, যেখানে সদস্যরা বিভিন্ন খাতে একচেটিয়া অফার, অগ্রাধিকার ভিত্তিক পরিষেবা ও বিশেষ জীবনধারাভিত্তিক সুবিধা পান। অন্যদিকে, অ্যাম্বুফাস্ট একটি প্রযুক্তি-সক্ষম প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদের সারা দেশের অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারীদের সাথে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে যুক্ত করে।
বিডি/এএন