স্বর্ণের দামে নতুন রেকর্ড, দেশের ইতিহাসে সর্বোচ্চ

স্বর্ণের দামে নতুন রেকর্ড, দেশের ইতিহাসে সর্বোচ্চ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:২৬, ২৩ জানুয়ারি ২০২৬

টানা ছয় দফা দাম বাড়ার পর সম্প্রতি দেশের বাজারে এক দফা স্বর্ণের মূল্য কমানো হলেও ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে আবারও বাড়ানো হলো মূল্যবান এই ধাতুর দাম।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। এর মাধ্যমে দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড তৈরি হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুর সোয়া ১২টা থেকে নতুন নির্ধারিত এই দাম সারা দেশে কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দামে পরিবর্তন এসেছে। সার্বিক বাজার পরিস্থিতি, আন্তর্জাতিক প্রবণতা এবং স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়েই স্বর্ণের এই নতুন দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement