ভারতীয় ক্রিকেট বোর্ডের নেতৃত্বে আসছে পরিবর্তন

Published : ১৯:৫৪, ১ জুন ২০২৫
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে (বিসিসিআই) সভাপতি পদে পরিবর্তন আসছে। আগামী জুলাইয়ে দায়িত্ব ছাড়বেন বর্তমান সভাপতি রজার বিনি। এরপর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিতে পারেন বিসিসিআইয়ের বর্তমান সহ-সভাপতি রাজীব শুক্লা।
বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, ৭০ বছরের বেশি বয়সি কেউ বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন না। আগামী জুলাইয়ে রজার বিনি৭০ পূর্ণ করবেন। জুলাইয়ের পর তিনি আর সভাপতির দায়িত্বে থাকতে পারবেন না।
ভারতের গণমাধ্যমের খবর, বিসিসিআইতে ইতোমধ্যেই নতুন সভাপতি নিয়ে আলোচনা করছে।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা ভারতের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, 'শুক্লা বিনির জায়গায় জুলাইতেই আসতে পারেন। বোর্ড কর্তারা ইতোমধ্যেই তার নাম নিয়ে আলোচনা শুরু করেছেন।'
'শুক্লা বর্তমানে বিসিসিআই সহসভাপতির দায়িত্বে রয়েছেন। অভিজ্ঞ ক্রিকেট প্রশাসক ও প্রবীণ এই রাজনীতিবিদ এর আগে আইপিএলের চেয়ারম্যান ছিলেন। তাকেই বিবেচনা করা হচ্ছে।'
নিয়ম অনুযায়ী, বোর্ডের সবচেয়ে সিনিয়র সহ-সভাপতিই অন্তর্বর্তীকালীন সভাপতি হন যতক্ষণ না নির্বাচন হয়। ২০২০ সালের ২৪ ডিসেম্বর সহসভাপতির দায়িত্ব নেওয়া শুক্লা এই শর্ত পূরণ করার সবধরনের যোগ্যতা রাখেন।
বিডি/ও