সড়ক দুর্ঘটনায় লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড

Published : ১৫:১০, ৩ জুলাই ২০২৫
সড়ক দুর্ঘটনায় লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জটা তার ছোট ভাই আন্দ্রে মারা গেছেন। স্পেনের জামোরার এই ঘটনা ঘটে।স্থানীয় গার্দিয়া সিভিল ও গভৰ্ণমেন্ট ফায়ার সার্ভিস জানিয়েছে, ল্যাম্বোরগিনি চালানোর সময়ে টায়ার ফেটে যায়। পরে গাড়ি রাস্তার পাশ দিয়ে ছিটকে যায় এবং আগুন ধরে যায়, এতে দুজন নিহত হন। জোটা মাত্র ১০ দিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে। তার স্ত্রী রুতে কার্দোসো। তাদের তিন সন্তান রয়েছে। ২০২০ সালে ওয়োলভারহ্যাম্পটন থেকে ৪১ মিলিয়ন ইউরোতে লিভারপুলে যোগ দেন জোটা। তিনি ক্লাব ও জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও স্থানীয় টিভি স্টেশন টিভিই-সহ বিভিন্ন সূত্র মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে এখনও পর্যন্ত লিভারপুল কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।