বিপিএলে যুক্ত হতে পারে নতুন দল ‘নোয়াখালী রয়্যালস’

বিপিএলে যুক্ত হতে পারে নতুন দল ‘নোয়াখালী রয়্যালস’

TheBusinessDaily

Published : ১২:৫৬, ১ জুলাই ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যুক্ত হতে যাচ্ছে নোয়াখালী অঞ্চলের নামে একটি নতুন দল। ‘নোয়াখালী রয়্যালস’ নামে একটি ফ্র্যাঞ্চাইজি ১১তম আসরে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিয়েছে।

নতুন এই দলের মালিকানায় রয়েছে শায়ান’স গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান। ৩০ জুন বিসিবিতে আবেদন জমা দিয়ে তারা জানিয়েছে, সব নিয়ম মেনে দল গঠনের প্রক্রিয়া তারা সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে।

প্রতিষ্ঠানটির এক প্রতিনিধি জানান, তারা সব ধরনের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রেখেছে এবং বিসিবির বোর্ড সভার সিদ্ধান্তের অপেক্ষায় আছে। তিনি আরও বলেন, নোয়াখালী অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে তারা আশাবাদী।

এর আগেও প্রতিষ্ঠানটি বিসিবি সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে জানায়, বিপিএলে দল নেওয়ার পাশাপাশি নোয়াখালীতে ক্রিকেটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে চায় তারা। ক্রিকেটপ্রেমী এই অঞ্চলের মানুষের স্বপ্ন বাস্তবে রূপ দিতে এখন শুধু বোর্ডের সবুজ সংকেতের অপেক্ষা।

শেয়ার করুনঃ
Advertisement