৫ রানে ৭ উইকেট! ইতিহাসের লজ্জার পাতায় বাংলাদেশ

Published : ১৬:৩৫, ৩ জুলাই ২০২৫
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি যেন জয়ের পথে থাকা এক মহা ট্র্যাজেডিতে রূপ নিয়েছে বাংলাদেশের জন্য। শুরুটা ছিল আশাব্যঞ্জক, মাঝপথে দৃঢ়তা, আর শেষটা—লজ্জার। ইতিহাসের এক ভয়াবহ ধসের সাক্ষী হয়ে শেষ পর্যন্ত ৭৭ রানের পরাজয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের।
প্রথমে বল হাতে দারুণ শুরু করে বাংলাদেশ। শক্তিশালী শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে ২৫০ রানের নিচে আটকে রাখে তারা, যা রান তাড়ার ক্ষেত্রে বেশ সুবিধাজনক লক্ষ্য বলেই মনে হচ্ছিল। বোলাররা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করলেও, সেই প্রচেষ্টাকে ম্লান করে দেয় ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্স।
রান তাড়ায় ভালো সূচনাও হয়েছিল বাংলাদেশের। ওপেনার তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে গড়ে ওঠে ৭১ রানের জুটি। মাত্র ১ উইকেট হারিয়েই দলীয় শতক স্পর্শ করে টাইগাররা। জয়ের গন্ধ তখন স্পষ্টভাবেই টের পাওয়া যাচ্ছিল।
কিন্তু তারপর শুরু হয় বিপর্যয়। একের পর এক উইকেট পড়ে যেতে থাকে।
১০০ রানে ১ উইকেট থেকে ১০৫ রানে ৮ উইকেট—মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। এটি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে অন্যতম ভয়াবহ ধস। এই ধসের ফলে যুক্তরাষ্ট্রের পাঁচ বছর আগের একটি লজ্জাজনক রেকর্ড স্পর্শ করে বাংলাদেশ।
২০১৯ সালে নেপালের বিপক্ষে যুক্তরাষ্ট্র ২৩ রানে ১ উইকেট থেকে ৩১ রানে ৮ উইকেট হারিয়েছিল, সেখানে বাংলাদেশের পতন হয়েছে ৫ রানে ৭ উইকেট হারিয়ে। শুধু পার্থক্য, যুক্তরাষ্ট্রের সেই ঘটনা ছিল Associate Nation পর্যায়ে, আর বাংলাদেশের ধস ঘটেছে Full Member দলের বিপক্ষে।
ব্যাটিং ধসের মধ্যেও এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে গেছেন জাকের আলি অনিক। ৬৪ বলে ৫১ রানের কার্যকরী ইনিংস খেলেন তিনি। এই ইনিংসে ছিল ৪টি চার ও ৪টি ছয়। শেষদিকে Tail-enders নিয়ে কিছুটা প্রতিরোধ গড়েন জাকের। শেষ দুই উইকেটে যোগ হয় আরও ৬২ রান। তবে ততক্ষণে ম্যাচ ছিটকে গেছে বাংলাদেশের হাত থেকে।
বাংলাদেশের ইনিংস শেষ হয় জাকেরকে এলবিডব্লিউ আউট করে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে। হাসারাঙ্গা একাই নেন ৪টি উইকেট। আর দুই হাতে স্পিন করা কামিন্দু মেন্ডিস পান গুরুত্বপূর্ণ দুটি উইকেট।
এই হারের ফলে কেবল ম্যাচ হারেনি বাংলাদেশ, বরং রেকর্ড বইয়ে ঢুকে পড়েছে ইতিহাসের এক লজ্জাজনক অধ্যায়ে।