টানা দ্বিতীয় টস হার, ব্যাটিংয়ে বাংলাদেশ

টানা দ্বিতীয় টস হার, ব্যাটিংয়ে বাংলাদেশ

TheBusinessDaily

Published : ২০:২২, ১৩ জুলাই ২০২৫

টানা দ্বিতীয়বারের মতো টসে হেরে আগে ব্যাট করতে নামছে বাংলাদেশ দল। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ (১৩ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। সিরিজে পিছিয়ে পড়া টাইগারদের জন্য এই ম্যাচ হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই। টস ভাগ্য এদিনও সহায় হয়নি বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের। প্রথম ম্যাচের মতো এবারও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। প্রথম ম্যাচে সহজ জয় পাওয়া স্বাগতিকরা তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। তবে হারের ধাক্কা সামলাতে বড় রদবদল করেছে বাংলাদেশ দল।

প্রথম টি২০ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ, পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। দলে ফিরেছেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি। বাংলাদেশ একাদশে জায়গা পাওয়া তানজিদ হাসান ও পারভেজ হোসেনের ওপেনিং জুটি আজ বিশেষ নজরে থাকবে। মিডল অর্ডারে আছেন তাওহিদ হৃদয়, শামীম হোসেন ও জাকের আলি। অলরাউন্ডার হিসেবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফ উদ্দিন। স্পিন বিভাগে আছেন রিশাদ হোসেন। পেস আক্রমণ সামলাবেন মুস্তাফিজ ও শরিফুল। বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

শ্রীলংকা একাদশ: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কুসাল পেরেরা, আভিশকা ফার্নান্দো, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো।সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। প্রথম ম্যাচে ব্যর্থ ব্যাটিং লাইনআপ ও বোলিং বিভাগকে কাটিয়ে উঠতে হবে আজই। দলীয় সমন্বয়ে পরিবর্তনের সুফল কতটা পাওয়া যায়, সেটিই এখন দেখার বিষয়।

BD/S

শেয়ার করুনঃ
Advertisement