দাওয়াত খাওয়ানো যুবলীগ নেতা রাতেই জেলে, ওসি ক্লোজডে

দাওয়াত খাওয়ানো যুবলীগ নেতা রাতেই জেলে, ওসি ক্লোজডে ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৫৪, ১৩ সেপ্টেম্বর ২০২৫

শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম স্থানীয় এক যুবলীগ নেতাকে দাওয়াত দিয়ে খাওয়ানোর ঘটনা রাজনৈতিক ও সচেতন মহলে তীব্র সমালোচনার ঝড় তোলে। সমালোচনা সামলাতে ওই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলেও ওসিকে রেহাই দেয়নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। শনিবার বিকেলে পুলিশ সুপার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে ওসি পারভেজ আহমেদ সেলিম থানার অভ্যন্তরে নিজ উদ্যোগে মাসিক ভোজসভা আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তা। ভোজসভায় নিমন্ত্রিত ছিলেন নাওডোবা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোক্তার বেপারী। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ও সামাজিক মহলে সমালোচনার ঝড় ওঠে।

দুপুরে দাওয়াত খাওয়ানোর পর রাতেই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করার ঘটনা স্থানীয়দের মধ্যে আরও ক্ষোভ সৃষ্টি করে। শনিবার ভোররাতে নাওডোবার কালু বেপারীর নিজ বাড়ি থেকে মোক্তার বেপারীকে গ্রেপ্তার দেখায় পুলিশ। স্থানীয়রা অভিযোগ করেন, ওসি সমালোচনা এড়াতে এবং নিজের দায় লুকাতে রাতারাতি এই গ্রেপ্তার নাটক সাজিয়েছেন।

ওসি পারভেজ আহমেদ সেলিম দাবি করেছিলেন, মোক্তার বেপারী ভোজসভায় উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি হিসেবে এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই ব্যাখ্যা স্থানীয়দের ক্ষোভ প্রশমিত করতে পারেনি।

পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, শনিবার সকালেই ওসি পারভেজ আহমেদ সেলিমকে পদ্মা সেতু দক্ষিণ থানা থেকে প্রত্যাহার করে শরীয়তপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement