মাত্র এক ভোটে নাটকীয় জয়: ইগিমিকে হারালেন শিবিরের রুহুল

Published : ২২:১৭, ১৩ সেপ্টেম্বর ২০২৫
জাকসু নির্বাচনে নাট্য সম্পাদক পদে মাত্র এক ভোটের ব্যবধানে হেরেছেন সম্প্রীতির ঐক্য প্যানেলের প্রার্থী ইগিমি চাকমা। শিবির–সমর্থিত রুহুল ইসলাম পেয়েছেন ১৯২৯ ভোট, আর ইগিমির ভোট ছিল ১৯২৮।
শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এই ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ২১টি হলে ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ।
ভিপি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। জিএস পদে বিজয়ী হয়েছেন শিবির–সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম। ভিপি পদে জিতুর প্রতিদ্বন্দ্বী ছিলেন শিবির–সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফ উল্ল্যাহ আদিব। ঘোষিত ফলে দেখা যায়, জিতু পেয়েছেন ৩৩৩৪ ভোট আর আদিবের প্রাপ্ত ভোট ২৩৯২— অর্থাৎ ৯৪২ ভোটে জয়ী হয়েছেন জিতু।
তবে ভিপি পদে হারলেও সম্পাদকীয় ১৯টি পদের মধ্যে ১৫টিতেই জয় পেয়েছে শিবির–সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। একইসঙ্গে কার্যকরী সদস্যের ৬ আসনের মধ্যে ৫টিতেই তাদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
BD/AN