আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে জরুরি বৈঠক, কী আলোচনা হলো?

Published : ২১:১৬, ১৩ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ খেলতে আরব আমিরাতে অবস্থান করছে। সেখানে আজ শনিবার টাইগাররা গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার সঙ্গে। একই দিনে, মিরপুরেও গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেছিলেন বিসিবির বোর্ড পরিচালকরা। শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ২টা থেকে শুরু হয় বোর্ডের সভা। সভার মূল আলোচ্য বিষয় ছিল আসন্ন বিসিবি নির্বাচন।
মিটিং শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। তিনি জানান, “অক্টোবর মাসে বিসিবির যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার জন্য ধাপে ধাপে কিছু প্রক্রিয়া ইতোমধ্যে চলছে। আমরা সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তিনজন নির্বাচন কমিশনার ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং দায়িত্ব বুঝে নিয়েছেন। আমাদের কিছু পরিষ্কার ধারণার প্রয়োজন ছিল, সেটি নিয়েই আলোচনা হয়েছে। প্রক্রিয়া কেমন হবে, কখন এবং কিভাবে চিঠি যাবে এসব বিষয় নিয়েই আমরা আলাপ করেছি।”
গত সপ্তাহে জানা গেছে, আসন্ন নির্বাচনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিন সদস্যের ইলেকশন কমিশন গঠন করেছে। বোর্ডের সংবিধান ও বিধিমালা অনুযায়ী নির্বাচন পরিচালনা ও সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে নিম্নোক্ত ব্যক্তিদের:
অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন – বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, প্রধান নির্বাচন কমিশনার।
মো. সিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম – অতিরিক্ত মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ ও প্রধান, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), নির্বাচন কমিশনার।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) – নির্বাচন কমিশনার।
গত ১ সেপ্টেম্বর বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। এর আগে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। তাই গঠনতন্ত্র অনুযায়ী ঠিক চার বছরের মাথায় পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিন সদস্যের এই নির্বাচন কমিশন নির্বাচনের সমস্ত প্রক্রিয়া পরিচালনা করবে এবং তা সম্পন্ন করবে বোর্ডের সংবিধান ও বিধিমালা অনুযায়ী।
BD/AN