যারা হেরেছেন, তারাও জাকসুর কাজে অংশ নেবেন : জিএস মাজহারুল

Published : ২১:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন মাজহারুল ইসলাম। ফলাফল ঘোষণার পর শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি নির্বাচিত না হওয়া প্রার্থীদের সঙ্গেও একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
মাজহারুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা আমাদের যে আমানত দিয়েছে, তা আগামী এক বছরে পূরণ করতে চাই। শিক্ষার্থীবান্ধব ও স্বপ্নের ক্যাম্পাস গড়ে তুলবো। একই সঙ্গে ক্যাম্পাসের স্বকীয়তা বজায় রাখার অঙ্গীকার করছি।”
নির্বাচনী দায়িত্ব পালনকালে এক শিক্ষকের মৃত্যুতে শোক জানিয়ে তিনি বলেন, “ম্যাডামের জন্য দোয়া করা হবে, তবে কোনো বিজয় মিছিল করা হবে না।”
ভোট নিয়ে তিনি আরও বলেন, “এই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্যতা হারায়নি। প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।”
BD/AN