জাকসু ভোটে হেরে মুখ খুললেন শিবিরের ভিপি প্রার্থী আরিফ

জাকসু ভোটে হেরে মুখ খুললেন শিবিরের ভিপি প্রার্থী আরিফ ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:০৩, ১৩ সেপ্টেম্বর ২০২৫

অতীতে নির্মমতার শিকার শিবির নেতাকর্মীদের স্মরণ করে সমন্বিত শিক্ষার্থী জোটের শিবির সমর্থিত পরাজিত ভিপি প্রার্থী আরিফুল্লাহ আরিফ জানিয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ২৫ সদস্যের প্যানেলের মধ্যে ২০ জন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী বিজয়ী হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) জাকসুর ফলাফল ঘোষণা হওয়ার পর আরিফ সাংবাদিকদের সঙ্গে নির্বাচনের বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, “আমরা এমন একটি ক্যাম্পাস চাই যেখানে সবাই নিজের ধর্ম, সংস্কৃতি ও মত প্রকাশের স্বাধীনতা পাবে। আশা করছি, প্রতিবছরই জাকসু নির্বাচন হবে। নির্বাচনে কিছু অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে, আশা করি ভবিষ্যতে সেগুলো শোধরানো হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরিফুল্লাহ আরিফ আরও বলেন, “যারা নির্বাচিত হয়েছেন, তাদের ভালো কাজের প্রশংসা করবেন এবং যেখানে ভুল হয়েছে, তা ধরিয়ে দিয়ে সমালোচনা করবেন।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement