রাজধানীর সুত্রাপুরে broad daylight-এ ভয়াবহ এক হত্যাকাণ্ড ঘটেছে। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে তারিক সাইফ মামুন (৫৫) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।
সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, আতঙ্কিত অবস্থায় এক ব্যক্তি—যিনি পরে নিহত তারিক সাইফ মামুন হিসেবে শনাক্ত হন—দৌড়ে হাসপাতালের ভেতরে ঢোকার চেষ্টা করছেন। এ সময় তার পেছন থেকে দুইজন সশস্ত্র ব্যক্তি পিস্তল বের করে লক্ষ্য করে গুলি ছোড়েন। হামলাকারীদের একজনের মুখ ঢাকা ছিল মাস্কে। গুলির শব্দে আশপাশের মানুষ ছুটোছুটি শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, “বেলা ১১টার দিকে সামনে গুলির শব্দ শুনে বাইরে গিয়ে দেখি এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নিহতের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তারিক সাইফ মামুনের বাবার নাম এসএম ইকবাল এবং তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনির বাসিন্দা।
নিহতের ঘনিষ্ঠজন ফাইজুল হক অপু জানান, সকালে মামুনের ফোন থেকেই তাকে ঘটনাটি জানানো হয়। পরে তিনি কাকরাইল থেকে ছুটে গিয়ে ঢাকা মেডিকেলে তার মরদেহ শনাক্ত করেন।
তিনি আরও বলেন, “মামুন ভাই একজন ব্যবসায়ী ছিলেন। আমাদের পরিচয় গাজীপুরে হয়েছিল। কী কারণে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত নই।”
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।































