ষাটের দশকে বলিউডের দুই জনপ্রিয় তারকা সুচিত্রা সেন ও ধর্মেন্দ্রকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘মমতা’ ছবিতে।
তবে এই ছবির শুটিংয়ের সময় ঘটে গিয়েছিল এক অপ্রত্যাশিত ঘটনা, যা নিয়ে সে সময় বলিউডে কম আলোচনা হয়নি। বিষয়টি সম্প্রতি আবার আলোচনায় এসেছে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে।
১৯৬৬ সালে নির্মিত ‘মমতা’ ছিল অসিত সেন পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘উত্তর ফাল্গুনী’-এর হিন্দি সংস্করণ। এই ছবিতে সুচিত্রা সেন দ্বৈত চরিত্রে অভিনয় করেন—মা দিব্যানী ও মেয়ে সুপর্ণা হিসেবে। আর ধর্মেন্দ্র অভিনয় করেন সুপর্ণার প্রেমিক ইন্দ্রনীলের ভূমিকায়।
চিত্রায়ণের সময় এক রোমান্টিক গানের দৃশ্যে হঠাৎ ধর্মেন্দ্র সুচিত্রার পিঠে চুমু খেয়ে বসেন। এতে সুচিত্রা সেন ভীষণ ক্ষুব্ধ হন এবং শুটিং বন্ধ করে দেন। তিনি ধর্মেন্দ্রকে উদ্দেশ্য করে বলেন, “আমাকে না জানিয়ে, অনুমতি ছাড়া এমনটা কীভাবে করলেন?”
পরে এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র স্বীকার করেন, “আমি দেবদাস ছবিতে সুচিত্রা সেনকে দেখেই মুগ্ধ হয়েছিলাম। ওনার সঙ্গে কাজের সুযোগ পেয়ে উত্তেজিত ছিলাম, কিন্তু শুটিংয়ের সময় যা করেছি, সেটা আমার ভুল ছিল। পরে আমি তার কাছে ক্ষমা চেয়েছিলাম।”
যদিও সেই দৃশ্যটি শেষ পর্যন্ত ছবিতে রাখা হয়নি, তবু ঘটনাটি সে সময় সংবাদমাধ্যমে বড় আকারে প্রচারিত হয়। সুচিত্রা সেনের দৃঢ় পেশাদারিত্ব এবং ব্যক্তিগত সীমার প্রতি শ্রদ্ধাবোধের উদাহরণ হিসেবে আজও সেই ঘটনার কথা মনে করা হয়।


































