ঢাকার সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
তবে এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের একাধিক সূত্র।
এদিকে, এর ঠিক আগের দিন রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) রাতে ও দিবাগত ভোরে রায়েরবাগ, যাত্রাবাড়ী এবং উত্তরায় তিনটি পৃথক বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় সৌভাগ্যবশত কেউ হতাহত হননি বলে জানা গেছে।
জানা গেছে, সোমবার সকালে রাজধানীতে দুটি এবং সন্ধ্যায় আরও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে, যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে নগরবাসীর মধ্যে।
সূত্রাপুরের মালঞ্চ বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের সূত্রপাত কীভাবে ঘটল, তা জানতে তদন্ত চলছে।
ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে…































