রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
Published : ১৫:২৬, ১১ নভেম্বর ২০২৫
রাজধানীজুড়ে একদিনে অন্তত আট স্থানে ককটেল বিস্ফোরণ ও চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। যদিও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, দিনভর রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, মৌচাক, শেরেবাংলা নগর ও খিলগাঁও এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। এছাড়া বাড্ডা, শাহজাদপুর, ধানমন্ডি ও যাত্রাবাড়ীতে দুর্বৃত্তরা যাত্রীবাহী চারটি বাসে আগুন দেয়।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনাগুলো বিচ্ছিন্ন নাশকতামূলক তৎপরতা হতে পারে। তবে আওয়ামী লীগের আসন্ন ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে কিনা— তা খতিয়ে দেখা হচ্ছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন,
বিশেষ কোনো দিনকে টার্গেট করে অপতৎপরতা চালানো হচ্ছে কিনা, তা তদন্ত চলছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”
তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন,
ঘটনাগুলো আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন মনে হচ্ছে। আগেও এ ধরনের ছোট ছোট বিস্ফোরণ ঘটানো হয়েছে।”
সকালে মোহাম্মদপুরে প্রবর্তনা নামের একটি খাদ্যপণ্যের প্রতিষ্ঠানের সামনে দুইটি ককটেল বিস্ফোরিত হয়। ধানমন্ডির মাইডাস সেন্টার ও ইবনে সিনা হাসপাতালের সামনেও একই সময়ে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।
ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা জানান,
দুই ঘটনায় মোটরসাইকেলে আসা দুজন করে ব্যক্তি ককটেল ছুড়ে পালিয়ে যায়। কেউ আহত হননি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে।”
এর আগে ভোরে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিস্ফোরণ ঘটে। সন্ধ্যায় মিরপুর-১০, মৌচাক, শেরেবাংলা নগর ও খিলগাঁও ফ্লাইওভারেও একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
চারটি বাসে অগ্নিসংযোগের মধ্যে সকালে বাড্ডা ও শাহজাদপুরে আধা ঘণ্টার ব্যবধানে দু’টি, সন্ধ্যায় ধানমন্ডিতে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাসে এবং গভীর রাতে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহজাহান জানান,
“শাহজাদপুরে ভিক্টর পরিবহনের বাসে এবং বাড্ডায় আকাশ পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। ধানমন্ডি ও যাত্রাবাড়ীর ঘটনাতেও হতাহতের খবর পাওয়া যায়নি।”
বিডি/এএন































