আফ্রিকান দেশ অ্যাঙ্গোলা তার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তী উপলক্ষে অ্যাঙ্গোলা এক বিশেষ আয়োজন করছে, যার অংশ হিসেবে তারা লিওনেল মেসির নেতৃত্বাধীন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলকে প্রীতি ম্যাচ খেলাতে আমন্ত্রণ জানিয়েছে। এই ম্যাচ আয়োজনের জন্য দেশটি প্রায় ১৫৯ কোটি টাকা (১৩ মিলিয়ন ডলার) ব্যয় করছে।
আগামী ১৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হবে এই বিশেষ প্রীতি ম্যাচ। ম্যাচটি অনুষ্ঠিত হবে ‘১১ নভেম্বর স্টেডিয়াম’-এ, যেটি স্বাধীনতার দিনকে স্মরণ করে নামকরণ করা হয়েছিল। অ্যাঙ্গোলা তাদের স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করছে ১১ নভেম্বর থেকে। এই অনুষ্ঠানে অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জোয়াও লোরেনকো উপস্থিত থাকবেন এবং সেনারা বিশাল পতাকার প্রদর্শনী উপস্থাপন করবেন।
অ্যাঙ্গোলা স্বাধীনতা লাভ করে ১৯৭৫ সালের ১১ নভেম্বর, পর্তুগালের উপনিবেশ থেকে মুক্তি পেয়ে। স্বাধীনতার পর দেশটি দ্রুত ভয়াবহ গৃহযুদ্ধে নিপতিত হয়, যা ২০০২ সালে শেষ হয়। এই দীর্ঘ যুদ্ধের সময় ৫ লাখ থেকে ১ মিলিয়ন মানুষ প্রাণ হারায়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই প্রীতি ম্যাচে আর্জেন্টিনার দল আগেই স্পেনের অলিকান্তে প্রস্তুতি ক্যাম্পে অনুশীলন করেছে। তবে বাধ্যতামূলক ইয়েলো ফেভার ভ্যাক্সিন না নেওয়ায় শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ খেলোয়াড় হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা ও জিউলিয়ানো সিমিওনে।
এই আয়োজনের মাধ্যমে অ্যাঙ্গোলা তাদের ইতিহাস ও স্বাধীনতার ৫০ বছরের গুরুত্বপূর্ণ মুহূর্ত উদযাপন করতে চায়, এবং বিশ্বের ফুটবলপ্রেমীদের জন্যও এটি বিশেষ আকর্ষণীয় ঘটনা হয়ে উঠেছে।































