হোটেল থেকে ৪টি স্মার্ট টিভি চুরি, পর্যটক পালিয়েছে

Published : ১৪:২৩, ২৫ আগস্ট ২০২৫
পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে চারটি স্মার্ট টেলিভিশন চুরি করে নিয়ে পালিয়েছে এক পর্যটক। হোটেলের রেজিস্ট্রি ও জমা দেওয়া পরিচয়পত্র অনুযায়ী, অভিযুক্তের নাম শাওন রানা। তার বাবা আনোয়ার হোসেন এবং তিনি খুলনা সিটি কর্পোরেশনের বাসিন্দা উল্লেখ করা হয়েছে। তবে পরে তথ্য যাচাই করে জানা গেছে, এই পরিচয়পত্র ভুয়া। পুলিশ বর্তমানে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছে।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় কুয়াকাটার আবাসিক হোটেল ‘সি লোটাস’ থেকে এই অভিনব কায়দার চুরির ঘটনা ঘটে। হোটেল সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি গতকাল সকালেই হোটেলে ওঠেন। নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে তিনি চারটি কক্ষ ভাড়া নেন এবং হোটেলের কর্মীদের সঙ্গে আচরণ করে। তবে সন্ধ্যার দিকে তিনি হোটেল ত্যাগ করলে সন্দেহ হলে রুম চেক করা হয়, তখন দেখা যায় চারটি কক্ষের টেলিভিশন সম্পূর্ণরূপে অনুপস্থিত।
হোটেল ম্যানেজার দীপঙ্কর রায় বলেন, “শাওন রানা হোটেলের ২০১, ২০২, ২০৭ ও ২০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। তিনি জানিয়েছিলেন আরও সাতজন আসবেন। তবে সন্ধ্যার আগে হোটেল ত্যাগ করার সময় প্রতিটি কক্ষ থেকে টেলিভিশন একটি কার্টনে ভরে নিয়ে পালিয়ে যান। পরে আমরা যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।”
কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, “পর্যটকের ছদ্মবেশে এমন অপকর্মের ঘটনা অনাকাঙ্ক্ষিত। হোটেল কর্তৃপক্ষ ও ম্যানেজারদের আরও সচেতন ও সতর্ক থাকার প্রয়োজন। আমরা আশা করছি, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, “হোটেল থেকে স্মার্ট টেলিভিশন চুরির অভিযোগ আমাদের কাছে এসেছে। অভিযুক্ত কক্ষ ভাড়া নেওয়ার সময় যে পরিচয়পত্র ব্যবহার করেছে তা ভুয়া। আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করার সর্বোচ্চ চেষ্টা করছি।”
BD/AN