সিআইডি তৌহিদ আফ্রিদিকে সাত দিনের রিমান্ডে চায়

Published : ১৩:১১, ২৫ আগস্ট ২০২৫
মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান সোমবার আদালতে তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার এই আবেদন তৌহিদ আফ্রিদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে জিজ্ঞাসাবাদ করার জন্য করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা জানান, “তৌহিদ আফ্রিদির সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।”
এর আগে রোববার রাতে বরিশাল থেকে সিআইডির একটি দল তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। তিনি বেসরকারি টেলিভিশন স্টেশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর ছেলে। বরিশাল মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, “ঢাকা থেকে আসা সিআইডির সদস্যরা আমাদের সহায়তায় তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন। তৌহিদের অবস্থান তথ্যপ্রযুক্তির মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল।”
বরিশালের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বাংলা বাজার এলাকায় একটি ডায়াগনস্টিক ল্যাবের পাশে অবস্থিত ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণী অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনের সময় মো. আসাদুল হক বাবু লক্ষ্য করে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন। চিকিৎসার জন্য হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর নিহতের বাবা জয়নাল আবেদীন গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৫ জনকে আসামি করা হয়েছে। আসামির মধ্যে তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথীর নামও রয়েছে।
এর আগে, গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করে। পরদিন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয় এবং রিমান্ড শেষে শনিবার কারাগারে পাঠানো হয়।
BD/AN