ড. মুহাম্মদ ইউনূস: দেশ স্থিতিশীল, ফেব্রুয়ারিতেই নির্বাচন প্রস্তুত

Published : ১২:৩১, ২৫ আগস্ট ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশ বর্তমানে রাজনৈতিকভাবে স্থিতিশীল এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি সম্পন্ন রয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি এই তথ্য জানান।
ড. ইউনূস বলেন, রোহিঙ্গাদের ওপর বাস্তবায়িত জাতিগত নিধনের ভয়াবহ পরিকল্পনা থেকে তাদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। ২০১৭ সালে মানবিক কারণে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছিল।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, মিয়ানমারের জান্তা ও আরাকান আর্মির নির্যাতন থেকে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখুক। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য তিনি ৭ দফা প্রস্তাব উপস্থাপন করেছেন, যা বৈশ্বিক সহযোগিতা ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে বাস্তবায়ন করার প্রয়োজন।
BD/AN