টঙ্গী-আবদুল্লাহপুর সংযোগে বেইলি ব্রিজ সংস্কারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

টঙ্গী-আবদুল্লাহপুর সংযোগে বেইলি ব্রিজ সংস্কারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:০৪, ২৫ আগস্ট ২০২৫

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর-টঙ্গী সংযোগস্থলে তুরাগ নদে বেইলি ব্রিজ দ্রুত নির্মাণের দাবিতে সোমবার বেলা পৌনে ১১টায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী কয়েকশ’জন অংশ নেন।

বিক্ষোভকারীরা দাবি করেন, তুরাগ নদের উপর বেইলি ব্রিজ দীর্ঘদিন ধরে টঙ্গী, আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার লাখ লাখ মানুষকে যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে কাজ করছে। এছাড়া টঙ্গী বাজার এই এলাকার মানুষের প্রধান বাজার, যেখানে প্রায় ২৫ হাজার দোকানপাট রয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য প্রতিদিন লাখ লাখ মানুষ সমাগম করেন।

বিআরটি প্রকল্পের উড়াল সড়ক চালু হওয়ার পর মহাসড়কের পশ্চিমপাশের বেইলি ব্রিজটি ভেঙে নেওয়ায় এলাকার মানুষ ও ব্যবসায়ীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। বিক্ষোভকারীরা জানান, এখন নিত্যপ্রয়োজনীয় মালামাল কেনার জন্য উড়াল সড়ক ব্যবহার করতে হচ্ছে, যেখানে রিকশা ও ভ্যান চলাচল করতে না পারায় অতিরিক্ত সমস্যা তৈরি হচ্ছে।

বিক্ষোভে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, বিএনপি নেতা সালাহ উদ্দিন সরকার, পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, জসিম উদ্দিন বাট, রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, সরকার শাহনূর ইসলাম রনি, আমিনুল ইসলাম লিটু, আব্দুস সাত্তার, ইসমাইল হোসেন, মুকুলসহ টঙ্গী, উত্তরা, আব্দুল্লাহপুর ও কামারপাড়ার ব্যবসায়ী ও স্থানীয়রা।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement