চট্টগ্রামে পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত বারে আগুন

চট্টগ্রামে পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত বারে আগুন

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৪৯, ২৫ আগস্ট ২০২৫

চট্টগ্রামে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার সকাল প্রায় পৌনে ৯টার দিকে আগুন লাগার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ অফিস জানায়, সকাল ৮টা ৪৫ মিনিটে স্টেশন রোডে অবস্থিত মোটেল সৈকত বারে আগুন লাগার খবর আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি গাড়ি ব্যবহার করে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে ৯টার দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণে আসে, তবে পুরোপুরি নেভাতে তখনও কাজ চলছিল।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট এই একই বারে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরবর্তীতে সংস্কার শেষে আবার চালু করা হয়েছিল প্রতিষ্ঠানটি।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement