গোয়ালন্দে শ্রমিক দল ও চালক দলের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে শ্রমিক দল ও চালক দলের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত

সোহাগ মিয়া- রাজবাড়ী

Published : ২১:৪৭, ২৫ আগস্ট ২০২৫

সোমবার ২৫ আগষ্ট সন্ধ্যার পর পদ্মার মোড় নামক এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাডঃ আসলাম মিয়া। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান মজি মোল্লা। 


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল,  রাজবাড়ী জেলা শ্রমিক দলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক আঃ জলিল শেখ, গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের প্রস্তাবিত কমিটির সভাপতি আফজাল ব্যাপারী,গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, রাজবাড়ী জেলা চালক দলের সভাপতি সুজন পারভেজ,রাজবাড়ী জেলা চালক দলের সাধারণ সম্পাদক লিটন মিয়া, উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক জিলাল প্রামানিক, পৌর বিএনপি দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম, কৃষকদলের অন্যতম নেতা আলী আকবর সরদার, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি  সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক শহর ড্রাম ট্রাক চালকগন।

ভার্চুয়ালি বক্তব্যে প্রধান অতিথি কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এ্যাডঃ আসলাম মিয়া জানান,আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২০ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শক্তিশালী সংগঠন করে  রাজবাড়ী জেলার জন্য কাজ করেছি। রাজবাড়ী জেলা বিএনপি এবং সহযোগী ও অঙ্গ সংগঠনকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলেছি। আগামীতে রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল হবে শক্তিশালী সংগঠন। এ প্রত্যয় নিয়ে আপনারা কাজ করুন। আগামী মাসের প্রথম সপ্তাহে আমি আপনাদের সাথে জনসভায় অংশগ্রহণ করব। 

প্রধান বক্তা হিসেবে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা জানান, পৌর শ্রমিকদল ও চালক দলের আগামীতে যে কমিটি আসবে সেই কমিটিতে ত্যাগী নেতারা স্থান পাবে। শ্রমিক দল ও চালক দল হবে আসলাম মিয়ার শক্তিশালী ভ্যানগার্ড। আমরা সবাই চেয়ে আছি আগামী বছরের ফেব্রুয়ারি মাসের দিকে। দীর্ঘদিন ভোট দেইনা। আমাদের অঙ্গীকার হোক তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়া দ্রুত দেশে ফিরে এসে। আমাদের জাতীয়তাবাদী দলের রাজনীতি আরো গতিশীল করে তুলুক সেই প্রত্যাশা করি। আগামী জাতীয় নির্বাচনে রাজবাড়ী ১ আসনের ধানের শীষের মনোনয়ন আসলাম ভাইয়ের পক্ষে হোক এই দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement