আফ্রিদি জামিনের আবেদনে দেখানো হল খালেদা জিয়ার সঙ্গে ছবি

Published : ১৭:৩৪, ২৫ আগস্ট ২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে, কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ রিমান্ড দেন।
সিএমএম আদালতে দুপুর ২টা ২৫ মিনিটে হাজির হওয়া আফ্রিদিকে হাজতখানায় রাখা হয়। পরে বিকেল ৩টা ২৬ মিনিটে কড়া পুলিশি নিরাপত্তায় এজলাসে তোলা হয়। শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন ও রিমান্ড বাতিলের প্রার্থনা করেন। তারা আদালতকে জানান, আফ্রিদির সঙ্গে ঘটনার সরাসরি কোনো সম্পর্ক নেই এবং তিনি কিডনির জটিলতায় ভুগছেন। এছাড়া তার স্ত্রী গর্ভবতী।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, আফ্রিদি মিডিয়ায় লাইভে এসে ছাত্র-যুব ও ছাত্রলীগকে আন্দোলনকারীদের ওপর হামলার জন্য উসকানি দিয়েছেন। তাদের দাবি, রিমান্ডে তার বক্তব্য ও যোগাযোগ যাচাই করলে জানা যাবে কে হত্যা-হামলায় যুক্ত, কার নির্দেশনা ছিল, এবং অর্থ-অস্ত্র সরবরাহকারী কে।
আসামিপক্ষের আইনজীবী আদালতে জানান, আফ্রিদি আন্দোলনের পক্ষের কনটেন্ট তৈরি করেছেন, কোনো রাজনৈতিক পদে নেই এবং তার বাবা ব্যবসায়ী। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তৌহিদ আফ্রিদিকে রোববার (২৪ আগস্ট) রাতের দিকে সিআইডির বরিশাল দলের হাতে গ্রেপ্তার করা হয়। এর আগে ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তার বাবা নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছিল।
মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার সময় মো. আসাদুল হক বাবুকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়। ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৫ জনকে আসামি করা হয়।
BD/AN