জামায়াত থেকে বহিষ্কারের পর এবার পিপি পদও হারালেন রুহুল আমিন

Published : ২২:২৩, ২৫ আগস্ট ২০২৫
পটুয়াখালী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রুহুল আমিনের নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়। রোববার (২৪ আগস্ট) আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পটুয়াখালী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হিসেবে মো. রুহুল আমিনের নিয়োগ আদেশ বাতিল করা হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত শনিবার বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগের প্রাথমিক প্রমাণ মেলায় বাংলাদেশ বার কাউন্সিল রুহুল আমিনের আইনজীবী সনদ স্থগিত করে। অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীও এর আগে তাকে রোকন পদ থেকে বহিষ্কার করে।
BD/AN