গাজার হাসপাতালে ইসরাইলি হামলায় সাংবাদিক সহ ১৫ জন নিহত

Published : ১৮:৪১, ২৫ আগস্ট ২০২৫
গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৫ নিহত, ৪ জন সাংবাদিকও রয়েছেন নিহতদের মধ্যে মধ্যে ৪ জন
সোমবার (২৫ আগস্ট) দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন সাংবাদিক রয়েছেন। হামলায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সংবাদদাতা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, হামলায় হাসপাতালের জরুরি ভবনের ওপরের তলা লক্ষ্য করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুটি বিমান হামলার একটি চতুর্থ তলায় আঘাত করে। আহতদের উদ্ধার এবং মৃতদেহ সরানোর সময় দ্বিতীয় হামলাটি সংঘটিত হয়।
নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন ফিলিস্তিনি ক্যামেরাম্যান হুসাম আল-মাসরি (রয়টার্স), আল জাজিরার আলোকচিত্রী মোহাম্মদ সালামা, এবং ফটোসাংবাদিক মরিয়ম আবু দাক্কা ও মোয়াজ আবু তাহা। আহতদের মধ্যে একজন উদ্ধারকর্মীও রয়েছেন।
রয়টার্স জানিয়েছে, আল-মাসরি হামলার সময় লাইভ সম্প্রচার করছিলেন। হঠাৎ সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
ফিলিস্তিনি সাংবাদিকদের সংগঠনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যা অভিযানের সময় থেকে গাজায় ২৪০-এর বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
BD/AN