সিলেটে বালু-পাথরের অবৈধ লুটপাট বন্ধের সরকারি নির্দেশ

Published : ২০:৩৯, ২৭ আগস্ট ২০২৫
সিলেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন এবং বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। বুধবার তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, সিলেটের সীমান্তবর্তী কিছু এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত। এই কর্মকাণ্ডের ফলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে এবং পর্যটন খাতেও হুমকি সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি রোধ করতে জেলা প্রশাসক এই নির্দেশনা জারি করেছেন।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, “যারা এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত, তাদের সচেতন করতে এই আদেশ। আশা করা যায়, তারা এখন থেকে এসব কাজ থেকে বিরত থাকবেন।”
তিনি আরও জানান, আদেশ অমান্য করে কেউ বালু বা পাথর উত্তোলন বা পরিবহন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ আদেশকে সরকারি আদেশ হিসেবে গণ্য করা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সিলেটের পাথর কোয়ারিগুলোর ইজারা বন্ধ রয়েছে এবং পাথর উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা এখনও কার্যকর। তবু বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও লুটপাট চলছে।
এর আগে, গত শনিবার নবাগত জেলা প্রশাসক ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর স্বেচ্ছায় ফেরত দেওয়ার জন্য তিন দিনের সময়সীমা দিয়েছিলেন। মঙ্গলবার সেই সময়সীমা শেষ হওয়ার পর ২৬ লাখ ঘনফুট পাথর নিজ উদ্যোগে ফেরত দেওয়া হয়েছে।
এই আদেশের মাধ্যমে সিলেটে পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ আরও শক্তিশালী হলো।
BD/AN