রাসেল, প্রান্ত ও ইমরান হত্যা মামলা: একসঙ্গে ৬ নেতার বিরুদ্ধে আদালতের পদক্ষেপ

Published : ১৭:২৩, ২৭ আগস্ট ২০২৫
রাজধানীর যাত্রাবাড়ী থানায় গত বছরের জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া তিনটি হত্যা মামলায় সাবেক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ নির্দেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আবেদন পর্যালোচনার পর তিনি এ সিদ্ধান্ত নেন।
মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের ভিত্তিতে এ আদেশ দেওয়া হয়। এর মধ্যে স্টিলের দোকানের কর্মচারী রাসেল মিয়া হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, পলক ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়। মেহেদী হাসান প্রান্ত হত্যা মামলায় কামরুল ইসলাম এবং ইমরান হাসান হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব চৌধুরী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে গতকাল আসামিদের আদালতে হাজির করা হয় এবং গ্রেপ্তার দেখানোর শুনানি অনুষ্ঠিত হয়। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রাসেল হত্যা মামলা:
২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে যাত্রাবাড়ী এলাকায় মিছিলে যোগ দেন রাসেল মিয়া। বিকেলে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বোন আকলিমা আক্তার চলতি বছরের ৩০ জুন মামলা দায়ের করেন।
প্রান্ত হত্যা মামলা:
একই দিনে রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী মিছিলে অংশ নেন মেহেদী হাসান প্রান্ত। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তার চাচা নাদিম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
ইমরান হত্যা মামলা:
অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচার গুলিতে ইমরান হাসান নিহত হন। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর ইমরানের মা কোহিনুর আক্তার শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
BD/AN