খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যা চেষ্টা করেছে সরকার: বিএনপি নেতা

Published : ২১:১৯, ২৭ আগস্ট ২০২৫
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু অভিযোগ করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে না দেওয়ার জন্য জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। একাত্তরের স্বাধীনতা বিরোধী এই দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও নানামুখী চক্রান্ত করছে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তুলে ধরেন বুলু।
তিনি জামায়াতকে মুনাফিকের সঙ্গে তুলনা করে বলেন, ১৯৯৬ সালে এ দল আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে টানা ১৭৩ দিন হরতাল চালিয়েছিল। সেই নির্বাচনে খালেদা জিয়ার বিরোধিতা করে অংশ নিয়েও মাত্র তিনটি আসন পেয়েছিল তারা।
১৯৪৭ সালের প্রসঙ্গ টেনে বুলু আরও বলেন, সে সময় জামায়াত পাকিস্তানের পক্ষে নয়, অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছিল। দেশের কোনো সংকটময় মুহূর্তে জামায়াত কখনোই জনগণের পাশে দাঁড়ায়নি, বরং সব সময় দেশের বিপরীতে অবস্থান নিয়েছে। আসন্ন নির্বাচনের ক্ষেত্রেও তারা ষড়যন্ত্রের অংশ হিসেবে ‘পিআর পদ্ধতি’কে সামনে নিয়ে এসেছে।
বুলুর দাবি, “পিআর-টিআর কিছুই বুঝি না। এ দেশে আগে যেভাবে নির্বাচন হয়েছে, এবারও সেভাবেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। অন্যথায় জনগণ রুখে দাঁড়াবে।”
তিনি নোবেল বিজয়ী ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বলেন, ড. ইউনূস দেশের মানুষের প্রত্যাশা উপলব্ধি করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ওই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি নির্বাচিত সরকার গঠিত হলে দেশের শৃঙ্খলা ফিরবে। সেই সরকারই বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে বুলু বলেন, “দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত একমাত্র নেত্রী হলেন খালেদা জিয়া। শেখ হাসিনা তাঁকে কারাগারে নিয়ে স্লো পয়জন দিয়ে হত্যার চেষ্টা করেছেন।” তিনি আরও যোগ করেন, ১৯৭১ সালের ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান বাংলাদেশকে মানচিত্র উপহার দিয়েছিলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুল হুদা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু। উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক জিএম তাহের পলাশী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হারুন অর রশীদ মজুমদার, যুগ্ম-আহ্বায়ক কাজী রকিবুল আহসান মহব্বত, আমিনুল ইসলাম ছুট্টু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গিয়াস উদ্দিন, নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলালসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।
সম্মেলনের আনুষ্ঠানিক পর্ব শেষে রাতে জাসাস শিল্পীদের সংগীত পরিবেশনা হয়
BD/AN