কমিটি মানছে না প্রকৌশল শিক্ষার্থীরা, নতুন পাঁচ দফা দাবিতে অনড় অবস্থান

Published : ১৭:৪৯, ২৭ আগস্ট ২০২৫
প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের কমিটিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের প্রতিনিধি জুবায়ের আহমেদ এ ঘোষণা দেন। এ সময় তিনি নতুন করে পাঁচটি দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জুবায়ের আহমেদ বলেন, প্রকৌশল অধিকার আন্দোলনের ওপর পুলিশি হামলার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে শিক্ষার্থীদের সামনে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহির আওতায় আসতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত কমিটিতে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নেই। তাই আমরা এই কমিটিকে মানছি না। বরং অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেকহোল্ডারদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করতে হবে। পাশাপাশি আগের তিন দফা দাবি দ্রুত কার্যকর করতে হবে এবং নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে। এ বিষয়ে আজকের মধ্যেই উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান ও সাঈদা রিজওয়ানা হাসানের স্পষ্ট আশ্বাস দিতে হবে।
তিনি আরও বলেন, পুলিশের হামলায় আহত সব শিক্ষার্থীর চিকিৎসার খরচ সরকারকে বহন করতে হবে। আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে পুলিশ দিয়ে আন্দোলনে হামলা বন্ধ করতে হবে এবং যেসব পুলিশ সদস্য শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি চাকরিচ্যুত করতে হবে।
BD/AN