“সভ্য সমাজে পুলিশের এই আচরণ সহ্য করা যায় না” — ভিসি

“সভ্য সমাজে পুলিশের এই আচরণ সহ্য করা যায় না” — ভিসি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:০০, ২৭ আগস্ট ২০২৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেছেন, তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বুয়েট ভিসি বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সম্মান জানিয়ে সরকারকে তা বাস্তবায়ন করতে হবে এবং একই সঙ্গে পুলিশি হামলার ঘটনার সঠিক বিচার নিশ্চিত করতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, “আজ বুয়েটসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন তাদের দাবি নিয়ে যমুনার দিকে এগোচ্ছিল, তখন পুলিশ অযৌক্তিকভাবে তাদের ওপর লাঠিচার্জ করে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সভ্য সমাজে পুলিশের এমন আচরণ সহ্য করা যায় না।”

ভিসি আরও বলেন, “আমাদের দাবি হলো যথাযথ তদন্ত করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আমার অনেক শিক্ষার্থী লাঠিচার্জ, টিআর শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেটে আহত হয়েছে।”

তিনি জানান, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে তিনি ও প্রো-ভিসি ড. আব্দুল হাসিব চৌধুরী বুধবার সকালে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অনুরোধ জানিয়েছেন।

আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সমর্থন আছে উল্লেখ করে উপাচার্য শিক্ষার্থীদের প্রতি ঘরে ফেরার আহ্বানও জানান।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement