প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিতে বিশেষ কমিটি গঠন

প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিতে বিশেষ কমিটি গঠন

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০৮, ২৭ আগস্ট ২০২৫

প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির পরিপ্রেক্ষিতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবিরের নেতৃত্বে ৮ সদস্যের এই কমিটি শিক্ষার্থীদের দাবিগুলো যাচাই-বাছাই করে সরকারের কাছে সুপারিশ প্রদান করবে।

বুধবার দুপুরে কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ ঘোষণার সঙ্গে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহ্বানও জানানো হয়েছে।

কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন: শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান , শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার , পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান , বাংলাদেশ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম , বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি প্রকৌশলী মো. কবির হোসেন , বাংলাদেশ বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের চেয়ারম্যান প্রফেসর ড. প্রকৌশলী তানভির মঞ্জুর , জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সওব্য) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক

কমিটি শিক্ষার্থীদের দাবির যথাযথ মূল্যায়ন শেষে তা সরকারের নিকট সুপারিশ আকারে উপস্থাপন করবে, যাতে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement