ভারতীয় ফুটবলে অনিশ্চয়তা: ফিফার কড়া হুঁশিয়ারি

ভারতীয় ফুটবলে অনিশ্চয়তা: ফিফার কড়া হুঁশিয়ারি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০৯, ২৭ আগস্ট ২০২৫

অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) আগামী ৩০ অক্টোবরের মধ্যে নতুন সংবিধান প্রণয়ন ও নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নির্ধারিত সময়ের মধ্যে এ প্রক্রিয়া শেষ না হলে ভারতীয় ফুটবলে আবারও নিষেধাজ্ঞা ঝুলতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে ফিফা ও এএফসি’র যৌথ চিঠি পেয়েছে এআইএফএফ। ফেডারেশনের প্রধান কল্যাণ চৌবেকে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে সংবিধান প্রণয়ন ও কার্যকর করতে দেরি হওয়ায় ফিফা উদ্বেগ প্রকাশ করছে। বিষয়টি ২০১৭ সালে সুপ্রিম কোর্টে ওঠার পর থেকে ঝুলে আছে। বারবার আহ্বান সত্ত্বেও এখনো একটি স্বচ্ছ ও কার্যকর প্রশাসনিক কাঠামো গড়ে তোলা যায়নি। এর ফলে ভারতীয় ফুটবলে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও শূন্যতা।

চিঠিতে ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে—৩০ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী নতুন সংবিধানের অধীনে নির্বাচন সম্পন্ন করতে হবে। ফেডারেশনের আসন্ন সাধারণ সভায়ও সংবিধান বাস্তবায়নের প্রস্তাব আনতে হবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে স্বাধীনভাবে, কোনোভাবেই ভারত সরকার বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করবে না ফিফা। শর্ত ভঙ্গ হলে বিষয়টি ফিফার নির্দিষ্ট শাখায় পাঠানো হবে এবং সেক্ষেত্রে নির্বাসিত হতে পারে ভারতীয় ফুটবল।

নিষেধাজ্ঞা এড়াতে ফিফার পাঠানো চিঠি সুপ্রিম কোর্টে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কল্যাণ চৌবে। পাশাপাশি ভারতের কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রীকেও বিষয়টি জানানো হবে। দ্রুত রায় ঘোষণার অনুরোধ জানানো হবে আদালতের কাছে।

প্রসঙ্গত, এআইএফএফ ২০২২ সালের ১৬ আগস্ট নিষিদ্ধ হয়েছিল। সে সময় সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকরা ফেডারেশনের কার্যক্রম পরিচালনা করছিলেন, যা ফিফা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হিসেবে চিহ্নিত করেছিল। তবে ১৫ দিনের মাথায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন কল্যাণ চৌবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement