জাকসু নির্বাচনে মাঠে শিবিরের প্যানেলেই ছয় নারী শিক্ষার্থী

Published : ১১:১২, ৬ সেপ্টেম্বর ২০২৫
দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। এ উপলক্ষে প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের ইশতেহার তুলে ধরছেন এবং ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রচার-প্রচারণায়। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৯ জন প্রার্থী। আটটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিচ্ছেন এই প্রতিদ্বন্দ্বিতায়।
বিশেষভাবে আলোচনায় এসেছে শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী ঐক্য জোট’। এ প্যানেল থেকে ছয়জন নারী প্রার্থীও লড়ছেন যাদের মধ্যে আছেন বিএনসিসি, ক্যাডেট সদস্য ও খেলাধুলার সঙ্গে যুক্ত শিক্ষার্থী।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দর্শন বিভাগের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা। তিনি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন। এছাড়া ধর্ষণবিরোধী মঞ্চের সদস্য হিসেবেও কাজ করেছেন।
মেঘলা বলেন, সাংবাদিকতা ও আন্দোলনের অভিজ্ঞতা থেকে আমি নির্বাচনে আগ্রহী হয়েছিলাম। কয়েকটি প্যানেল প্রস্তাব দিলেও একমাত্র শিবির আমার কাঙ্ক্ষিত পদে সুযোগ দেয়। তাই আমি তাদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, যারা প্রস্তাব দিয়েছিল তারাই এখন ট্যাগ দিচ্ছে, যা হতাশাজনক। তবে শিক্ষার্থীদের ভোটই এর জবাব দেবে।
সহ-ক্রীড়া সম্পাদক (মেয়ে) পদে লড়ছেন গণিত বিভাগের ফারহানা আক্তার লুবনা। তিনি খেলাধুলায় সরাসরি যুক্ত ছিলেন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছেন। চ্যান্সেলর কাপ হ্যান্ডবল প্রতিযোগিতায়ও অংশ নিয়েছেন। লুবনা বলেন, খেলোয়াড় হিসেবে আমি কেবল মাঠেই সীমাবদ্ধ থাকতে চাইনি, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সক্রিয় হতে চেয়েছি।
সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (মেয়ে) পদে লড়ছেন ফার্মেসি বিভাগের নিগার সুলতানা। তিনি কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড হিসেবে দায়িত্ব পালন করছেন।
কার্যকরি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও তিনজন নারী শিক্ষার্থী
ইতিহাস বিভাগের নাবিলা বিনতে হারুন, যিনি হিস্টোরি ডিবেটিং ক্লাবের সদস্য এবং সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন ‘তরী’-তে শিক্ষক।
আইন বিভাগের নুসরাত জাহান ইমা, যিনি প্রীতিলতা হল হ্যান্ডবল দলের খেলোয়াড়, নারী ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছেন এবং বাঁধন ও পথের প্রাণ সংগঠনের সক্রিয় সদস্য।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফাবলিহা জাহান, যিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ক্যারিয়ার ক্লাবের সদস্য।
ফাবলিহা বলেন, আমি শিবিরের প্যানেল থেকে লড়ছি কারণ তারা সবসময় শিক্ষার্থীবান্ধব কার্যক্রম করেছে। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও সাইবার বুলিং মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিয়েছে। তাদের কর্মকাণ্ডে নারীর প্রতি শ্রদ্ধাশীল অবস্থান স্পষ্ট।
তিনি আরও বলেন, একটি গোষ্ঠী শিবিরকে নারীবিরোধী হিসেবে উপস্থাপন করতে চাইলেও বাস্তবে তাদের কার্যক্রমে আমি তার প্রমাণ পাইনি। বরং নারীদের নেতৃত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সচেষ্ট।
BD/AN