আটাব কার্যনির্বাহী কমিটি বাতিল, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসক নিয়োগ

আটাব কার্যনির্বাহী কমিটি বাতিল, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসক নিয়োগ

The Business Daily

Published : ১৬:২৯, ৪ আগস্ট ২০২৫

ট্রাভেল এজেন্সি খাতের শীর্ষ সংগঠন এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস্ অব বাংলাদেশ (আটাব)-এর বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ৪ আগস্ট ২০২৫, এক সরকারি অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।সরকারি আদেশে বলা হয়, আটাবের বর্তমান কমিটি অবৈধ ভোটের মাধ্যমে গঠিত এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জর্জরিত। বিশেষ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ‘আটাব অনলাইন’ নামের একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে শেয়ারহোল্ডারদের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

বর্তমান কমিটির সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং সদস্যদের আস্থা হারানো। এমনকি কমিটির বিরুদ্ধে রাজধানীতে মানববন্ধন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।এই প্রেক্ষাপটে আটাব সংস্কার পরিষদের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয় কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগের জন্য। সেই আবেদনের ভিত্তিতে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারার আওতায় কমিটি বাতিল করে উপসচিব মোতাকাব্বীর আহমেদ-কে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। নতুনভাবে দায়িত্ব পাওয়া প্রশাসককে ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন শেষে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের পর তা মন্ত্রণালয়কে জানাতে হবে।এই আদেশের অনুলিপি নিবন্ধক, যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহ, জেলা প্রশাসক, এফবিসিসিআই এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। মূল মূল্যায়ন: বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে ট্রাভেল ব্যবসায়ী মহলে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অনিয়ম-দুর্নীতিতে জর্জরিত একটি শক্তিশালী বাণিজ্য সংগঠনের কার্যক্রমে সুশাসন ফেরানোর জন্য এই প্রশাসনিক হস্তক্ষেপ অনেকের কাছেই আশার সঞ্চার করেছে।

শেয়ার করুনঃ
Advertisement