চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে বলিউড বাদশা শাহরুখ 

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে বলিউড বাদশা শাহরুখ 

The Business Daily

Published : ২০:২৩, ১৯ জুলাই ২০২৫

‘কিং’-এর শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।  মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে শুটিং চলাকালে একটি ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যে ‘স্টান্ট পারফর্ম’ করতে গিয়ে চোট পেয়েছেন তিনি।
জানা গেছে,  শাহরুখ খানের আঘাত এতটাই গুরুতর যে আগামী অন্তত দুই মাস তাকে শুটিং থেকে দূরে থাকতে হবে। তবে কীভাবে  আঘাত লাগল, তা নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায় নি।  
শোনা যাচ্ছে, চোট গুরুতর হওয়ায় দ্রুত চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন শাহরুখ ও তার পুরো টিম। বলা হচ্ছে, শরীরের পেশিতে আঘাত লেগেছে।
কিং সিনেমাতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি। অনিল কাপুরও থাকবেন এই সিনেমায়।

উল্লেখ্য, কিছুদিন আগে ট্যাটু আর পেশির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অনুরাগীদের তাক লাগিয়ে দিয়েছিলেন কিং খান। সেপ্টেম্বর নাগাদ ক্যামেরার সামনে ফিরতে পারেন তিনি।

শেয়ার করুনঃ
Advertisement