অমিতাভ বচ্চনের প্রশংসায় জয়া আহসান, ট্রেলার শেয়ার করে জানালেন শুভকামনা

অমিতাভ বচ্চনের প্রশংসায় জয়া আহসান, ট্রেলার শেয়ার করে জানালেন শুভকামনা

The Business Daily

Published : ০২:২৯, ২৪ জুলাই ২০২৫

মুক্তির অপেক্ষায় থাকা জয়া আহসানের হিন্দি সিনেমা ‘ডিয়ার মা’ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই ছবিতে একজন মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া। আগামী ১৮ জুলাই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ভারতের প্রেক্ষাগৃহে। মুক্তির আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার, যা সঙ্গে সঙ্গেই প্রশংসা কুড়াতে শুরু করে। কিন্তু ট্রেলারটির প্রতি দৃষ্টি আরও বাড়িয়ে দিয়েছে এক চমকপ্রদ ঘটনা—বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন নিজে ট্রেলারটি শেয়ার করে সিনেমার পরিচালক, কলাকুশলী এবং জয়া আহসানকে শুভকামনা জানিয়েছেন। 

শুভকামনার বার্তা অমিতাভের পক্ষ থেকে: আজ শুক্রবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ট্রেলারটি শেয়ার করে অমিতাভ বচ্চন লেখেন— "টনিদা, আমার শুভকামনা সব সময়…" এই ছোট বার্তাই মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। অমিতাভের এমন বার্তায় বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের নেটিজেনদের মধ্যেও উচ্ছ্বাস দেখা গেছে। পোস্টের মন্তব্য ঘরে অনেকে জয়া আহসানকে শুভেচ্ছা জানাচ্ছেন, গর্ব প্রকাশ করছেন বাংলাদেশের এই অভিনেত্রীকে নিয়ে। জয়ার প্রতিক্রিয়া: এই প্রসঙ্গে অনুভূতি জানতে চাইলে জয়া আহসান গণমাধ্যমকে বলেন, "আমি মাত্রই ঢাকায় ফিরছি, আর সেই মুহূর্তে খবরটা দেখলাম। এটা আমার জন্য দারুণ এক সকাল। একেবারেই অপ্রত্যাশিত ছিল।

এখন ছবির দায়িত্ব আরও বেড়ে গেল। অমিতাভ বচ্চনের মতো একজন মানুষ যখন কিছু শেয়ার করেন, সেটা নিঃসন্দেহে বিশাল প্রাপ্তি।" ছবির প্রেক্ষাপট ও প্রত্যাশা: ‘ডিয়ার মা’ সিনেমাটি পারিবারিক সম্পর্ক, বিশেষত একজন মায়ের আত্মত্যাগ, আবেগ ও জীবনসংগ্রাম ঘিরে নির্মিত। জয়া আহসান এখানে এক অন্তর্নিহিত যন্ত্রণাবোধ ও মমত্ববোধে পূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী এর আগে ‘পিঙ্ক’ ও ‘লস্ট’-এর মতো প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন। অভিনয়জীবনে বহু আন্তর্জাতিক পুরস্কারজয়ী জয়া আহসানের জন্য বলিউডে এ ধরনের প্রশংসা এবং অমিতাভ বচ্চনের স্বীকৃতি নিঃসন্দেহে এক নতুন উচ্চতা। অমিতাভ বচ্চনের মতো কিংবদন্তির এমন সরাসরি সমর্থন এবং প্রশংসা বাংলাদেশের অভিনয়শিল্পীদের আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতার প্রমাণ।

‘ডিয়ার মা’ এখন শুধু একটি সিনেমা নয়, বরং বাংলা ভাষাভাষী দর্শকদের আবেগের প্রতীক হয়ে উঠছে। দেখুন 'Dear মা'-এর ট্রেলার। রক্তের সম্পর্ক না ভালবাসার টান? উত্তর খুঁজতে আগামী ১৮ জুলাই সিনেমা হলে আসছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত নতুন ছবি 'Dear মা'। অভিনয়ে জয়া আহসান, শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায়, অনুভা ফতেপুরিয়া, সোনালী গুপ্ত বসু, বিশ্বজিৎ চক্রবর্তী, শায়ন মুন্সি, পদ্মাপ্রিয়া, অহনা, নান্দিকা দাস এবং আরও অনেকে। মূল আবহসঙ্গীত এবং গান: বিক্রম ঘোষ। চিত্রগ্রহণ: অভীক মুখোপাধ্যায়। সম্পাদনা: অর্ঘ্যকমল মিত্র।

S

শেয়ার করুনঃ
Advertisement