আবারো পুলিশ হেফাজতে নোবেল

আবারো পুলিশ হেফাজতে নোবেল

The Business Daily

Published : ১৫:২৮, ২০ জুলাই ২০২৫

রাজধানীর কল্যাণপুরে এক উবার চালককে মারধরের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করে পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাত ১২টার পর মিরপুর মডেল থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং প্রায় এক ঘণ্টা পর ছেড়ে দেয়। থানা সূত্রে জানা গেছে, নোবেলের সঙ্গে এক গাড়ি চালকের কথাকাটাকাটি হয়।

এতে এলাকায় উত্তেজনা ছড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাকে থানায় নেয়া হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়। থানার পক্ষ থেকে জানানো হয়, নোবেল মদ্যপ ছিলেন কি না— সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি, তবে তার আচরণে তেমনটা মনে হয়নি। তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ভিন্ন। তারা জানান, মধ্যরাতে নোবেল মদ্যপ অবস্থায় হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন একটি প্রাইভেটকার ভাড়া করে।

গাড়িতে তার সঙ্গে একজন নারীও ছিলেন। গন্তব্যে পৌঁছেও তিনি গাড়ি থেকে নামতে চাননি। বরং উদ্ভট কথাবার্তা বলা ও গালাগালি শুরু করেন।

একপর্যায়ে উবার চালকের সঙ্গে বাগবিতণ্ডা থেকে শুরু হয় মারধর। ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে। পুলিশের পক্ষ থেকে ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

BD/S

শেয়ার করুনঃ
Advertisement