অভিনেত্রীর স্পর্শকাতর জায়গায় হাত, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

অভিনেত্রীর স্পর্শকাতর জায়গায় হাত, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫০, ৩১ আগস্ট ২০২৫

সহ-অভিনেতার হাতে হেনস্তার অভিযোগ নিত্যনৈমিত্তিক হলেও এবারই প্রথম প্রকাশ্যে সহশিল্পীকে আপত্তিকরভাবে স্পর্শ করতে দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ভারতের হরিয়ানার অভিনেত্রী অঞ্জলি রাঘবের শরীরে অকারণে স্পর্শ করছেন ভোজপুরি অভিনেতা ও সংগীতশিল্পী পবন সিং।

ঘটনার পরই অঞ্জলি রাঘব পবন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, এই ঘটনার পর তিনি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না।

সংশ্লিষ্ট ঘটনার সময় একটি গানের প্রচার অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন অঞ্জলি ও পবন। হঠাৎ করেই পবন অঞ্জলির কোমরে অযাচিতভাবে হাত রাখেন। প্রথমে বিষয়টি খুব গুরুত্ব পায়নি, কিন্তু পরে তা ভিন্ন দিক নেয়।

ভিডিওবার্তায় অঞ্জলি বলেন, অনেকেই জানতে চেয়েছেন কেন তিনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাননি বা চড় মেরেননি। আবার কেউ কেউ তাকে হাসতে দেখায় সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন তোলেন, “আমি কি আনন্দ পাব যদি কেউ আমার অনুমতি ছাড়া প্রকাশ্যে আমাকে স্পর্শ করে?”   স্পষ্ট করেন, একেবারেই নয়।

অঞ্জলি আরও বলেন, কোনো মেয়েকে তার অনুমতি ছাড়া স্পর্শ করা সম্পূর্ণ ভুল, আর এমন স্পর্শ আরও বেশি অপরাধমূলক। তিনি বলেন, “যদি এই ঘটনা হরিয়ানায় ঘটত, আমাকে প্রতিবাদ করতে হতো না, মানুষ নিজেরাই প্রতিক্রিয়া দেখাত।”

শেষে তিনি বলেন, অনেকেই পরামর্শ দিয়েছিলেন কিছু না বলার জন্য, কারণ পবন সিংয়ের শক্তিশালী পিআর টিম বিষয়টিকে উল্টে দিতে পারে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement