“আজ পর্যন্ত আমি কুমারী”–ফেসবুকে মেঘনা আলমের বার্তা

Published : ১৭:৪৫, ৩১ আগস্ট ২০২৫
মডেল মেঘনা আলম সামাজিক মাধ্যমে একটি বিশেষ আহ্বান জানিয়েছেন চরিত্রহীন বা লম্পট প্রমাণ করার যে কোনো অপচেষ্টা যেন অবিলম্বে বন্ধ করা হয়। ফেসবুকে প্রকাশিত এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
সেই পোস্টে মডেল নিজেকে কুমারী দাবি করেছেন। তিনি উল্লেখ করেছেন, ২০২০ সালের মিস আর্থ বাংলাদেশ হওয়ার পরও তাকে ভিন্নভাবে দেখা বা বিচার করার চেষ্টা হচ্ছে।
রোববারের ফেসবুক পোস্টে মেঘনা আলম বলেন, “আল-কোরআন আল্লাহর সর্বশেষ বাণী।” তিনি জানান, আজ আদালতে তিনি কোরআনের ওপর হাত রেখে শপথ নিয়েছেন। এটি দুটি কোরআন—একটি ঈসা উপহার হিসেবে দিয়েছেন, আরেকটি সৌদি বাদশাহ কর্তৃক মুদ্রিত ও সৌদি দূতাবাসের সরকারি অনুষ্ঠানে বিতরণ করা হয়েছে।
শপথ গ্রহণের মাধ্যমে মেঘনা ঘোষণা করেছেন, তার জীবনে তিনি কখনো কারো সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেননি, এমনকি ঈসা নামক ব্যক্তির সঙ্গেও নয়। তিনি আহ্বান জানান, তাকে চরিত্রহীন বা লম্পট প্রমাণ করার যে কোনো প্রচেষ্টা যেন বন্ধ হয়।
মেঘনা আলম বলেন, সমাজে মানুষ প্রায়ই বাহ্যিক দিকের বিচার করে দাড়ি, জুব্বা, বোরখা দেখলেই মনে করে কেউ পবিত্র; আবার কোনো নারী খোলামেলা পোশাক পরলে ধরে নেয় সে সহজলভ্য। কিন্তু বাহ্যিক চেহারা দিয়ে অন্তর বোঝা যায় না। তিনি কোরআনের কসম খেয়ে জানান, তিনি সচেতনভাবে কখনো কারো সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেননি এবং আজ পর্যন্ত কুমারী।
তিনি আরও বলেন, শুধুমাত্র ক্ষমতাধর কারো সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার কারণে তাকে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করার চেষ্টা যেন বন্ধ হয়। মেঘনা আলম উল্লেখ করেছেন, ইতিহাসে নারীরাই বারবার ‘অগ্নিপরীক্ষা’ দিতে বাধ্য হয়েছেন, অথচ পুরুষেরা প্রশ্নহীনভাবে নিরাপদ ও অব্যাহতি-প্রাপ্ত থাকেন।
BD/AN