নুরের নাক-মুখ দিয়ে রক্ত, কথা বলতে পারছেন না

Published : ২০:১৯, ২ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে যান দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। সে সময় হাসপাতালে বিছানায় শুয়ে কাতরাচ্ছিলেন নুর।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সাংবাদিকদের রাশেদ খান জানান, “হাসপাতালে গিয়ে দেখেছি এখনও নুরের নাক দিয়ে রক্ত পড়ছে। কাশির সময় রক্ত বের হচ্ছে। তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না।”
তিনি আরও বলেন, কষ্টের মধ্যেও নুর কয়েকটি কথা বলেছেন। নুর বলেছিলেন, “ভাই, আমার খুব কষ্ট হচ্ছে।”
এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পাশাপাশি গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ ও নুরের স্ত্রী মারিয়া আক্তার লুনার সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওই বৈঠকের প্রসঙ্গ টেনে রাশেদ বলেন, ড. ইউনূস হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নুরকে নিয়ে আক্ষেপ করে বলেছেন, “যে ছেলে আওয়ামী লীগের সময় এতবার আক্রমণের শিকার হলো, সে আমাদের সময়েও একইভাবে আক্রান্ত হলো!”
নুরের স্ত্রী লুনা জানান, প্রধান উপদেষ্টা দুঃখপ্রকাশ করেছেন এবং হামলার দায়ীদের বিচারের মুখোমুখি করার আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে তাকে দুশ্চিন্তামুক্ত থাকার পরামর্শ দিয়ে বলেছেন, নুরকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে এবং প্রয়োজনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান ও আদিলুর রহমান।
BD/AN