সিদ্ধেশ্বরী স্কুলসংলগ্ন মসজিদে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

Published : ১৯:৪৯, ২ সেপ্টেম্বর ২০২৫
রাজধানীর মৌচাক মার্কেট এলাকার সিদ্ধেশ্বরী স্কুলের পাশের একটি মসজিদে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ইতোমধ্যেই কাজ শুরু করেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১২ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
তবে প্রাথমিকভাবে কী কারণে আগুনের সূত্রপাত ঘটেছে এবং এতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে— সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
BD/AN