পূর্বাচল জমি কেলেঙ্কারি: হাসিনা–জয়–পুতুলসহ ৪৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

পূর্বাচল জমি কেলেঙ্কারি: হাসিনা–জয়–পুতুলসহ ৪৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৩৭, ২ সেপ্টেম্বর ২০২৫

ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের হওয়া দুদক-এর তিনটি পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ছয়জন।

সাক্ষ্যদানকারীরা হলেন— সোনালী ব্যাংকের গণভবন শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার গৌতম কুমার সিকদার, একই শাখার প্রিন্সিপাল অফিসার মো. শরিফুল ইসলাম, কর সার্কেলের প্রধান সহকারী মোহাম্মদ লুৎফর রহমান, কর সার্কেলের কম্পিউটার অপারেটর মো. রেজাউল হক, নোটিস সার্ভার মো. আবু তাহের এবং অফিস সহায়ক দেলোয়ার হোসেন।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে পৃথক তিন মামলায় তারা সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত পরবর্তী তারিখ হিসেবে আগামী ১৭ সেপ্টেম্বর ধার্য করেন। বিষয়টি দুদক-এর পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ আলী সালাম নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ জানুয়ারি ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদক উপ-পরিচালক সালাহউদ্দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে গত ১০ মার্চ আরও চারজনকে যুক্ত করে ১২ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়া।

অন্যদিকে, একই অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৫ জনকে আসামি করে আরেকটি মামলা করেন দুদক-এর সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। তদন্ত শেষে অতিরিক্ত দুইজনকে যুক্ত করে মোট ১৭ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

এছাড়া চলতি বছরের ১২ জানুয়ারি পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন দুদক-এর সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। তদন্ত শেষে আরও দুজনকে যুক্ত করে মোট ১৮ আসামির বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করা হয়।

প্রতিটি মামলাতেই আসামির তালিকায় আছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা, রাজউক-এর সাবেক চেয়ারম্যানের পিএ, সাবেক সদস্য, সচিব পর্যায়ের কর্মকর্তা, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিনসহ আরও অনেকে।

এর আগে গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৫ একই তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছিলেন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement