হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয় নুরকে — ফখরুলের অভিযোগ

Published : ১৮:২৫, ২ সেপ্টেম্বর ২০২৫
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এসময় ফখরুল সরকারের কাছে নুরের চিকিৎসা দেশের বাইরে নেওয়ার দাবি জানান।
তিনি জানান, চিকিৎসকদের সঙ্গে আলোচনায় জানা গেছে নুরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তা এখনো সংকটাপন্ন। তার আঘাতপ্রাপ্ত স্থানগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং মস্তিষ্কে গুরুতর ইনজুরি ও রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসায় কোনো ত্রুটি না থাকলেও পরিস্থিতি এখনও আশঙ্কাজনক।
বিএনপি মহাসচিব বলেন, "যারা এ হামলা করেছে, তাদের উদ্দেশ্যই ছিল নুরকে হত্যা করা—এটা স্পষ্ট। অভ্যুত্থানের পরেও যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক নেতাদের এভাবে টার্গেট করে, তবে সাধারণ মানুষের নিরাপত্তার চিত্র কেমন হতে পারে, সহজেই অনুমেয়।"
তিনি আরও বলেন, এ ঘটনার দ্রুত বিচার বিভাগীয় তদন্ত সম্পন্ন করে দায়ীদের আইনের আওতায় আনা এখন সময়ের দাবি।
BD/AN