তারহীন ইন্টারনেট সেবা উন্মোচন করলো গ্রামীণফোন

তারহীন ইন্টারনেট সেবা উন্মোচন করলো গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক

Published : ১২:১৫, ১৬ জুলাই ২০২৪

বাংলাদেশে প্রথম ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস সার্ভিস ‘জিপিফাই’ আনলিমিটেড আনলো স্মার্ট কানেক্টিভিটি সেবাদাতা গ্রামীণফোন। দেশের ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় যা উল্লেখযোগ্য মাইলফলক হবে। একীভূত লাইসেন্সের নীতিমালা মেনে আবাসিক ও ব্যবসা ক্ষেত্রে ফিক্সড ওয়ারলেস অ্যাক্সেস (এফডব্লিউএ) প্রযুক্তির মাধ্যমে নির্ভরযোগ্য ও দ্রুত গতির ইন্টারনেট সংযোগ দেবে উদ্ভাবনী প্রযুক্তিটি।

রাজধানীতে জিপিফাই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, চিফ মার্কেটিং অফিসার মো. সাজ্জাদ হাসিব, হেড অব নেটওয়ার্ক সার্ভিসেস আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন, হেড অব অ্যাডজাসেন্ট নেটওয়ার্ক বিজনেস ইনোভেশন মইনুল মোমেন অনুষ্ঠানে সেবা বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন।

জিপিফাই প্যাকেজে ন্যূনতম ১০টি ডিভাইস থেকে সর্বোচ্চ ৩২টি ডিভাইসে ইন্টারনেট সেবা পাবেন গ্রাহকরা। থাকবে বিশেষ প্যারেন্টাল কন্ট্রোলিং। দুই ধরনের রাউটারে মিলবে জিপিফাই সেবা। রাইটারের দাম যথাক্রমে ৪ হাজার ও ৭ হাজার টাকা।

তিনটি প্যাকেজে যথাক্রমে প্রতিমাসে হাজার টাকায় ২৫ এমবিপিএস, ১৩০০ টাকায় ৩০ এমবিপিএস ও ১৯০০ টাকায় ৪০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে। রাইটার কেনায় প্রথম মাসে ফ্রি সাবস্ক্রিপশন সুবিধা পাবেন গ্রাহকরা।        

জিপিফাই আনলিমিটেড গ্রামীণফোনের কৌশলগত একটি উদ্যোগ। যার লক্ষ্য দেশের ডিজিটাল বিভাজন কমিয়ে অনলাইন অভিজ্ঞতাকে সমৃদ্ধ করা। দ্রুত, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মূল্যের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেবে জিপিফাই। প্রযুক্তিটির মাধ্যমে দেশের যে কোন স্থানের গ্রাহকরা নিরবিচ্ছিন্ন সংযোগ উপভোগ করতে পারবেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, জিপিফাই আনলিমিটেড বাংলাদেশের ডিজিটাল আবহে বৈপ্লবিক পরিবর্তন সূচিত করবে। দ্রুত ও তারহীন ইন্টারনেট সেবার মাধ্যমে সারাদেশের সংযোগ ও অ্যাক্সেসিবিলিটি উন্নত করবে। সাশ্রয়ী মূল্যের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানের মাধ্যমে ব্যক্তি ও ব্যবসার ক্ষমতায়ন করবে এটি। দূরবর্তী অবস্থান থেকে কাজ করতে, আর্থিক অন্তর্ভুক্তি, অনলাইন শিক্ষা ও টেলিহেলথে সেবা ও ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে; যা আর্থ-সামজিক উন্নয়নের প্রধান শর্ত।

বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেন, সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবন প্রবর্তনের মাধ্যমে টেলিযোগাযোগ শিল্পকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্রিয়ভাবে সহায়তা করছে বিটিআরসি। নিরবচ্ছিন্ন ও দ্রুত গতির ইন্টারনেট সেবা প্রদানে জিপিফাই সময়োপযোগী উদ্যোগ। গ্রামীণফোন বাংলাদেশের ডিজিটাল সংস্কৃতিকে মানোন্নত ও দেশের টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়ন ও আধুনিকীকরণে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

গ্রামীণফোনের নির্বাহী প্রধান (সিইও) ইয়াসির আজমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট ডিভাইস ও সংযোগ দ্বারা নিয়ন্ত্রিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। ফলে আধুনিক প্রযুক্তির সহযোগে নিরাপদ, স্বাস্থ্যকর ও উপভোগ্য জীবনযাপন শুরু করার সময় এখনই। গ্রামীণফোন ডিজিটালভাবে অন্তর্ভুক্ত সমাজ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ফলে প্রত্যেকে ইন্টারনেটের সর্বোচ্চ মানের সেবার মাধ্যমে উপকৃত হবেন।

তারই ধারাবাহিকতা ‘জিপিফাই আনলিমিটেড’ স্মার্ট বাংলাদেশ রূপকল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। জিপিফাই প্রযুক্তির মাধ্যমে গ্রামীণফোন শুধু ভবিষ্যতের ওয়াইফাই সেবা প্রদান করছে না; এটি ডিজিটাল ক্ষমতায়নের প্রভাবক হিসেবে কাজ করবে বলে জানান ইয়াসির আজমান।

আগ্রহীরা দেশের প্রথম ওয়্যারলেস ওয়াইফাই সল্যুশন ‘জিপিফাই আনলিমিটেড’ কিনতে ও জিপিফাই সম্পর্কে জানতে (https://gpfi.grameenphone.com/about) সাইটে বিস্তারিত তথ্য পাবেন।

বিডি/এম

শেয়ার করুনঃ
Advertisement