সেপটিক ট্যাংকে আটকা পড়ে প্রাণ হারালেন তিন নির্মাণ শ্রমিক

সেপটিক ট্যাংকে আটকা পড়ে প্রাণ হারালেন তিন নির্মাণ শ্রমিক

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২১, ৩১ আগস্ট ২০২৫

মুন্সীগঞ্জে একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে তিনজন নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল মরদেহগুলো উদ্ধার করে।

মুন্সীগঞ্জের সিনিয়র স্টেশন অফিসার মেহফুজ এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শ্রমিকরা হলেন, শাহিন ইসলাম, ইব্রাহিম ও ফিরোজ। এদের মধ্যে শাহিনের বাড়ি পঞ্চগড়, ফিরোজের বাড়ি রংপুর এবং ইব্রাহিমের বাড়ি গাইবান্ধায়।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রোববার বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ শহরের সবুজ কাজীর বাড়িতে নির্মাণ কাজ চলছিল। এ সময় একজন শ্রমিক সেপটিক ট্যাংকে নেমে আর বের হতে পারেনি। পাশের বিল্ডিং থেকে শ্রমিক শাহিনকে ডেকে আনা হলে, একে একে তিনজনই ট্যাংকে নেমে আর ফিরে আসেননি। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা ফায়ার সার্ভিসকে অবহিত করেন।

বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে এবং তিনজনের মরদেহ উদ্ধার করে।

মুন্সীগঞ্জের সিনিয়র স্টেশন অফিসার মেহফুজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভেতরে অতিরিক্ত গ্যাসের কারণে শ্রমিকরা প্রাণ হারিয়েছেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement