৫ লাখের কম সাবস্ক্রাইবারদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে ইউটিউব

Published : ১৬:৩৭, ২৮ আগস্ট ২০২৫
ইউটিউব এবার ছোট নির্মাতাদের উৎসাহিত করতে নতুন একটি ফিচার চালু করেছে, যা তাদের ভিডিওর ভিউ এবং ফলোয়ার বাড়াতে কার্যকর ভূমিকা রাখতে পারে। ফিচারটির নাম “হাইপ”, যার মাধ্যমে যেকোনো ব্যবহারকারী নিজের পছন্দের ভিডিও হাইপ করতে পারবেন।
নতুন ফিচারটি কী?
প্রথমবারের মতো “মেড অন ইউটিউব” ইভেন্টে ফিচারটি উন্মোচন করা হয়। বর্তমানে এটি ভারত, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়াসহ মোট ৩৯টি দেশে চালু হয়েছে। এখন থেকে ভিডিওর লাইক বাটনের পাশে আলাদা একটি হাইপ বোতাম দেখা যাবে। তবে শর্ত হলো—এটি কেবল সেই নির্মাতাদের ভিডিওতে পাওয়া যাবে, যাদের সাবস্ক্রাইবার সংখ্যা ৫ লাখের কম।
কিভাবে কাজ করবে?
প্রতি দর্শক সপ্তাহে সর্বোচ্চ তিনটি ভিডিও হাইপ করতে পারবেন। প্রতিটি হাইপের সাথে নির্দিষ্ট পয়েন্ট যুক্ত হবে, যা ভিডিওগুলোকে লিডারবোর্ডে উন্নীত করবে। যারা ভিডিও হাইপ করবেন তারা পাবেন “হাইপ স্টার” ব্যাজ। একই সঙ্গে ব্যবহারকারীদের জন্য আলাদা একটি ফিল্টারও থাকবে, যাতে কেবল হাইপ করা ভিডিওগুলো আলাদা করে দেখা যায়।
উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা
ইউটিউব বলছে, এই ফিচারের লক্ষ্য হলো ছোট নির্মাতাদের বড়দের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করা। পাশাপাশি, এর মাধ্যমে প্ল্যাটফর্মে আয় বৃদ্ধির নতুন সুযোগও তৈরি হবে। ভবিষ্যতে নির্মাতারা চাইলে অতিরিক্ত অর্থ প্রদান করে তাদের ভিডিওতে আরও হাইপ যোগ করতে পারবেন। তাছাড়া ইউটিউব গেমিং ও লাইফস্টাইল ক্যাটাগরিতে আলাদা হাইপ লিডারবোর্ড চালুর পরিকল্পনাও করছে।
ছোট নির্মাতাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ হাইপ পাওয়া মানে তাদের ভিডিও আরও বেশি দর্শকের কাছে পৌঁছাবে, বিশেষত যাদের সাবস্ক্রাইবার সংখ্যা তুলনামূলক কম।
BD/AN