গণঅভ্যুত্থানে আহত ৭ জন সিঙ্গাপুরে যাচ্ছেন আজ

গণঅভ্যুত্থানে আহত ৭ জন সিঙ্গাপুরে যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক:

Published : ১৪:১৪, ২৪ জানুয়ারি ২০২৫

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে চোখে আঘাতপ্রাপ্ত ৭ জনের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছে। 

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে তাদের সিঙ্গাপুরের উদ্দেশে পাঠানো হয়।  

সিঙ্গাপুর পাঠানো চোখে আঘাত পাওয়া ব্যক্তিরা হলেন- আব্দুল্লাহ আল বাকী, আকতার হোসেন, মো. ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান ও সালমান বিন শোয়াইব। 

তারা সবাই জুলাই ছাত্র আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্ত হন। তাদের উন্নত চিকিৎসার জন্যই সিঙ্গাপুর পাঠানো হলো। এতদিন তারা রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে তাদের হাতে ফ্লাইটের টিকেট তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসাবিষয়ক সেলের আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু।

ডা. মাহমুদুল হাসান বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই আহতদের চিকিৎসার জন্য কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য উপদেষ্টা আহতদের চিকিৎসার ব্যাপারে সব সময় খোঁজখবর রাখেন। আমরা দ্রুত আরও কয়েকজনকে বিদেশ পাঠাব।

জুলাই আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্তের চিকিৎসার জন্য বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, অনেককেই দেশের বাইরে চিকিৎসার জন্য সুপারিশ করা হয়েছে। তারই অংশ হিসেবে এ পর্যন্ত ১৩ জনকে পাঠানো হয়েছে। আরও কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement